Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
NTRCA তে প্রেরণকৃত শিক্ষকের চাহিদা অধিকতর যাচাইয়ের নিমিত্তে তথ্যাদি আগামী ১৮/১০/২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকার মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমাদান ।
বিস্তারিত
শ্রদ্ধেয় 
অধ্যক্ষ / প্রধান শিক্ষক( সংশ্লিষ্ট সকল কলেজ ও বিদ্যালয় )

জরুরী ‍বিজ্ঞপ্তি :- এতদ্বারা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, NTRCA  এর ৪র্থ নিয়োগ চক্রে প্রতিষ্ঠান থেকে প্রেরিত চাহিদা পত্রের অধিকতর যাচাইয়ের লক্ষ্যে প্রত্যেক প্রতিষ্ঠানের ই-মেইলে Excell শীটে চাহিদা সংক্রান্ত সফটকপি প্রেরণ করা হয়েছে । উক্ত চাহিদা পত্র সঠিকতা সংক্রান্ত প্রত্যয়ন পত্র ও প্রেরিত MS Word  এর তথ্য ছক যথাযথভাবে পূরণ পূর্বক সকল সফট কপি ও হার্ড কপি ms excell এবং ms word কপি প্রত্যয়ন সহ প্রতিষ্ঠানের প্যাডে আগামী ১৮/১০/২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকার মধ্যে বিনা ব্যর্থতায় জমাদানের অনুরোধ করা হলো । বিষয়টি অতীব জরুরী।
বি:দ্র:- যে সকল কাগজ সাথে আনতে হবে -
১.E-Requisition কপি
২.পাঠদানের অনুমতি ও স্বীকৃতির কপি
৩.শাখা/বিষয় অনুমোদনের কপি
৪.শিক্ষক বিবরনী/স্ট্যাফিং প্যাটার্ণ
৫.শেষ এমপিও কপি।
৬.শুন্যপদ ঘোষনা সংক্রান্ত প্রত্যয়ন।
৭. চাহিদাকালীন ও বর্তমান কমিটির কপি 
৮. প্রেরিত MS word তথ্যছক (হার্ড কপি)
৯. শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির চাহিদা প্রদান সভার রেজুলেশন । 
১০. চাহিদার সঠিকতা সংক্রান্ত প্রত্যয়ন পত্র ।(প্রতিষ্ঠানের প্যাডে)
( সকল ফটোকপি- প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত ০২ সেট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে)
প্রকাশের তারিখ
17/10/2022
আর্কাইভ তারিখ
31/10/2022